Forum
24
bd

















1. First of all registration here 2. Then Click on Be a trainer or writer button 3. Collect your trainer or writer id card from trainer master 4. And create post here for earn money! 5. For trainer 100 tk minimum withdraw 6. For writer 500 tk minimum withdraw 7. Payment method Bkash Only
obaydulbc obaydulbc
Trainer

2 years ago
obaydulbc

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৩



৪৫তম বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আবেদনকারীদের বসতে হবে প্রিলিমিনারি পরীক্ষায়। যেহেতু প্রিলিমিনারিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ রোববার তৃতীয় পর্বে বাংলাদেশ বিষয়াবলির মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. ২০২২ সালে ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ পুরস্কারে ভূষিত হন কে?
ক. আখতার হোসেন
খ. তারিক আহসান
গ. শেখ রেহানা
ঘ. শেখ হাসিনা

২. ২০২৪ সালে বাংলাদেশে কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে?
ক. একাদশ
খ. দ্বাদশ
গ. ত্রয়োদশ
ঘ. চতুর্দশ

৩. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ মতে, দেশে মোট (পুরুষ ও মহিলা) সাক্ষরতার হার কত?
ক. ৭৬.৪৬%
খ. ৭৪.৬৬%
গ. ৮৪.৬৬%
ঘ. ৭৬.৪৪%

৪. ফোর্বস’র ২০২২ সালের বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কততম?
ক. ৪০তম
খ. ৪১তম
গ. ৪২তম
ঘ. ৪৩তম

৫. নিম্নবর্ণিত কোন উপাদানটি ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ভিত্তি নয়?
ক. স্মার্ট সিটিজেন
খ. স্মার্ট ইকোনমি
গ. স্মার্ট গভর্নমেন্ট
ঘ. স্মার্টফোন

৬. জাতীয় ‘গণহত্যা দিবস’ পালিত হয় কবে?
ক. ২৫ মে
খ. ২৫ আগস্ট
গ. ২৫ মার্চ
ঘ. ২৫ সেপ্টেম্বর

৭. বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ) বা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
ক. আড়াইহাজার, নারায়ণগঞ্জ
খ. সাভার, ঢাকা
গ. মিরসরাই, চট্টগ্রাম
ঘ. লৌহজং, মুন্সিগঞ্জ

৮. বিশ্বব্যাংকের হিসাবমতে, ২০২২ সালে প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ৭ম
খ. ৮ম
গ. ৯ম
ঘ. ১০ম

৯. ‘রূপকথা’কোন ফসলের জাত?
ক. আম
খ. ধান
গ. গম
ঘ. ভুট্টা

১০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ ‘সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া’ সম্পর্কিত?
ক. ৬৮
খ. ৬৭ (১)
গ. ৬৯
ঘ. ৭২

১১. বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়া ‘মুজিবপিডিয়া’ সম্পাদনা করেন কে?
ক. কবির হোসেন
খ. ফখরুল আলম
গ. জিল্লুর রহমান
ঘ. ফরিদ হোসেন

১২. বাংলাদেশের উত্তর-পশ্চিম দিকে বিস্তৃত ‘বরেন্দ্রভূমি’ অঞ্চলটির আয়তন কত বর্গ কিলোমিটার?
ক. ৮,৩২০
খ. ৯,৩২০
গ. ৭,৩২০
ঘ. ৫,৩২০

১৩. ‘গণতন্ত্র ও মানবাধিকার’ সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আলোকপাত করা হয়েছে?
ক. ১৮
খ. ১১
গ. ১৭
ঘ. ১৪

১৪. কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ৩ দশমিক ৭৩
খ. ৩ দশমিক ৩২
গ. ৩ দশমিক ৫০
ঘ. ৩ দশমিক ৭৫

১৫. পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের ২৫ বছর পূর্ণ হয় কবে?
ক. ২ ডিসেম্বর ২০২০
খ. ২ ডিসেম্বর ২০২১
গ. ২ ডিসেম্বর ২০২২
ঘ. ২ ডিসেম্বর ১৯৯৭

১৬. ‘জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস’ কবে পালিত হয়?
ক. ৬ সেপ্টেম্বর
খ. ৬ আগস্ট
গ. ৬ অক্টোবর
ঘ. ৯ অক্টোবর

১৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
ক. চতুর্থ
খ. পঞ্চম
গ. ষষ্ঠ
ঘ. সপ্তম

১৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়ার বিধানটি বর্ণিত আছে?
ক. অনুচ্ছেদ ৬৯
খ. অনুচ্ছেদ ৭০
গ. অনুচ্ছেদ ৬৭(১)
ঘ. অনুচ্ছেদ ৬৬(১)

১৯. কার নেতৃত্বে গঠিত হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’?
ক. প্রধানমন্ত্রী
খ. পরিকল্পনামন্ত্রী
গ. মন্ত্রিপরিষদ বিভাগ
ঘ. স্পিকার

২০. বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি রায়ে কত কিলোমিটার জায়গাজুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে?
ক. ১৯,৪৬৭ বর্গ কিলোমিটার
খ. ১,১১,৬৩১ বর্গ কিলোমিটার
গ. ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার
ঘ. ১,১৮,৬৩১ বর্গ কিলোমিটার


২১. বাংলাদেশের কৃষি পরিবেশ অঞ্চল কতটি?
ক. ২৮টি
খ. ৩১টি
গ. ২৯টি
ঘ. ৩০টি

২২. প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের দুর্গম ‘ডোলমা খাং’ পর্বতচূড়া জয় করেন কে?
ক. শায়লা পারভীন
খ. সাহেরা খাতুন
গ. ওয়াসফিয়া নাজরীন
ঘ. ফারিয়া ইসলাম

২৩. বাংলাদেশে সরকার অনুমোদিত প্রথম Genetically Modified (GM) খাদ্য ফসল কোনটি?
ক. বিটি বেগুন
খ. ভুট্টা
গ. গম
ঘ. ধান

২৪. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ মতে, বর্তমানে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান) কতটি?
ক. ৩৩টি
খ. ৩৪টি
গ. ৩৫টি
ঘ. ৪৩টি

২৫. ৪ নভেম্বর ২০২২ পালিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের
ক. রজতজয়ন্তী
খ. প্লাটিনাম জয়ন্তী
গ. সুবর্ণজয়ন্তী
ঘ. হীরকজয়ন্তী

২৬. ১৯৭১–এর মুক্তিযুদ্ধকালে ‘ANNIHILATE THESE DEMONS’ শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন?
ক. শিল্পাচার্য জয়নুল আবেদিন
খ. লেওনার্দো দা ভিঞ্চি
গ. পাবলো পিকাসো
ঘ. কামরুল হাসান

২৭. ‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্রটির নির্মাতা কে?
ক. মান্নান হীরা
খ. তারেক মাসুদ
গ. গৌতম ঘোষ
ঘ. নাসির উদ্দিন ইউসুফ

২৮. তেলপণ্য রপ্তানিকারক ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন’–এর দৈর্ঘ্য কত?
ক. ১৩০ কিলোমিটার
খ. ১৩৫ কিলোমিটার
গ. ১৫০ কিলোমিটার
ঘ. ১৫৫ কিলোমিটার

২৯. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অনিল বাগচীর একদিন’ কার?
ক. জহির রায়হান
খ. হুমায়ূন আহমেদ
গ. চাষী নজরুল ইসলাম
ঘ. তানভীর মোকাম্মেল

৩০. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘ইসলামিক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন কবে?
ক. ২২ মার্চ ১৯৭৪
খ. ১৭ মার্চ ১৯৭৩
গ. ২২ মার্চ ১৯৭৫
ঘ. ১৭ মার্চ ১৯৭৫


মডেল টেস্ট- ৩ (বাংলাদেশ বিষয়াবলি)-এর উত্তর

১. ঘ। ২. খ। ৩. খ। ৪. গ। ৫. ঘ। ৬. গ। ৭. ক। ৮. ক। ৯. খ। ১০. খ। ১১. ঘ। ১২. খ। ১৩. খ। ১৪. খ। ১৫. গ। ১৬. গ। ১৭. গ। ১৮. খ। ১৯. ক। ২০. ক। ২১. ঘ। ২২. ক। ২৩. ক। ২৪. গ। ২৫. গ। ২৬. ঘ। ২৭. ক। ২৮. ক। ২৯. খ। ৩০. গ।



×

Alert message goes here

Plp file


Category
Utube fair

pixelLab দিয়ে নিজের নাম ডিজাইন ও Mocup

Paid hack

App link topup